চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
- আপলোড তারিখঃ ০৯-০২-২০২১ ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ। এসময় হিজলগাড়ী বাজারের বীর মুক্তিযোদ্ধা আযুব আলী ফুডের উৎপাদিত খাদ্যদ্রব্যে উৎপাদনের তারিখ না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৭ ও ৩৭ ধারা মোতাবেক ৬ হাজার টাকা জরিমানা ও একই সময় বাজারের সজিব কসমেটিক্সে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি চৌকশ টিম।
কমেন্ট বক্স