মেহেরপুরে বারাদী বিট পুলিশ ইউনিটের উঠান বৈঠক
- আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলার বারাদী বিট পুলিশ ইউনিটের উদ্যোগে নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বারাদী ক্যাম্পের ইনচার্জ এসআই আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুনুু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খান। এসময় আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড আমঝুপি ইউপি সদস্য আবুল কসেম, মশিউর রহমান ডাবলু প্রমুখ।
কমেন্ট বক্স