শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
আলমডাঙ্গায় বীজ ও রাসায়নিক সার বিতরণ

আলমডাঙ্গা উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে মাষকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রাঙ্গণে এই সার ও বীজ বিতরণের উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা কৃষি অফিসার রেহেনা পারভিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, মানব দেহে পুষ্টি বজায় রাখতে ডালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাষকলাই দেহের প্রোটিন ও ফ্যাটের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনবহুল দেশে আমাদের লক্ষ্য কৃষকদের মাষকলাইসহ বিভিন্ন ডালের চাষে উৎসাহিত করা, যাতে দেশীয় পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা যায়।


অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রাণিসম্পদ অফিসার জেড এম মাহমুদউল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, মহিলা বিষয়ক অফিসার মাকসুরা জান্নাত, ইনস্ট্রাক্টর জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান, আহসানুল হক শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, মাষকলাই শুধুমাত্র কৃষকের আয় বৃদ্ধি করবে না, এটি দেশের পুষ্টি চাহিদা পূরণেও সাহায্য করবে। আমরা চাই, আমাদের কৃষকরা আধুনিক প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহার করে অধিক ফলন উৎপাদন করুন। সরকারও এ ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩