শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০২৫ ইং
মেহেরপুরে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সমাবেশ

মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদের উদ্যোগে তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার নিশিপুর জামে মসজিদে হেযবুত তওহীদের উদ্যোগে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হলে, নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে না। যুগে যুগে যখনই মানুষ আল্লাহর হুকুম-বিধানকে প্রত্যাখ্যান করেছে, তখনই নারীদের ওপর নেমে এসেছে নির্যাতন নিপীড়নের খড়গ। এ সমস্ত অন্যায় অশান্তি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নামতে হবে। মনে রাখতে হবে- একমাত্র আল্লাহর হুকুম বিধানের মধ্যেই রয়েছে অনাবিল শান্তির গ্যারান্টি।


তিনি বলেন, রাসূর (সা.)-এর যুগে নারী সাহাবিরা যেভাবে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে স্বামী-সন্তানদের উৎসর্গ করে দিতেন, এমনকি নিজেরাও সংগ্রামে অংশ নিতেন, সে ভাবেই আমাদেরকে সংগ্রামে অবতীর্ণ হতে হবে। আল্লাহ নারীদেরকে শালীনতার মানদণ্ড স্থির করে দিয়েছেন, কিন্তু গৃহবন্দী হয়ে থাকতে বলেননি। নারীরা জাতির প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, শালীনতার চাদরে আবৃত হয়ে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এ ব্যাপারে ইসলাম শুধু অনুমতিই দেয়নি, বরং নির্দেশও দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন-মো’মেন পুরুষ ও মো’মেন নারী একে অপরের বন্ধু, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে।


মেহেরপুর জেলা নারী বিষয়ক সম্পাদক তানিজমা খাতুন রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানভির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসেব উদ্দীন, খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স