দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড় বলদিয়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে হযরত মুহাম্মদ (সা.)-এঁর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিব নামাজের পর আনুষ্ঠানিকভাবে মাহফিলের আলোচনা শুরু হয়ে রাত সাড়ে ৯টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি সৌরভ মাস্টার এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মামুন রেজা। মাহফিলে বক্তব্য দেন বড় বলদিয়া পুরাতন জামে মসজিদের পেশ ইমাম মুফতি খালিদ হোসেন, হাফেজ মাওলানা মুফতি আক্তারুজ্জামান, বড় বলদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মেমিনুল ইসলাম, বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শামসুল হুদা প্রমুখ। এসময় তারা রাসুলুল্লাহ (সা.)-এঁর জীবন, কর্ম ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন শেখপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম, বড় বলদিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি রবিউল ইসলামসহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, কমিটির সদস্যবৃন্দ ও মহল্লার মুসল্লিগণ। শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধসহ স্থানীয় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি খালিদ হোসেন।
প্রতিবেদক কুড়ুলগাছি