আবরার ফাহাদের প্রথম মুত্যুবার্ষিকীতে ধর্ষণবিরোধী মানববন্ধন
- আপলোড তারিখঃ ০৮-১০-২০২০ ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে র্যাগিং ও ধর্ষণবিরোধী মানববন্ধন করা হয়েছে। বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার-কার্য দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে র্যাগিং-এর নামে নির্যাতন বন্ধ করা, সকল ধর্ষণের দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করাসহ ধর্ষিতা নারীদের হেনস্তা ও অপমান বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলার সাধারণ ছাত্র-জনতা। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্ল্যাকার্ড বহন করছিল। এ সময় সেখানে বক্তব্য দেন রবিউল ইসলাম, আশিকুজ্জামান, এসএম প্লাবন, মোস্তফা,আরিফ শাহরিয়ার, আল ইকরাম সোহাগ প্রমুখ।
কমেন্ট বক্স