প্রত্যেকটি কাজের গুণগত মান ভালো চাই
- আপলোড তারিখঃ ১৩-০৮-২০২০ ইং
ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘কোনো ঠিকাদারের কাছ থেকে মিষ্টি পর্যন্ত খাওয়া হয় না। তাই প্রত্যেকটি কাজের গুণগত মান আমি ভালো চাই। আগের কিছু কাজের গুণগত মান ভালো না হওয়ায় এখন আমার পরিষদকে কষ্ট স্বীকার করতে হচ্ছে। কষ্ট হচ্ছে সাধারণ নাগরিকদের। অথচ, আগের সেই কাজগুলো যদি মানসম্পন্ন হতো, তাহলে এই রকম পরিস্থিতি হতো না। কিছু অপরিকল্পনার কারণেও বিভিন্ন স্থানে সমস্যা হয়। তাই, আমি নিজে প্রত্যেকটি কাজের স্থানে গিয়ে তদারকি করছি। কাজের উদ্বোধনের সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সকলকেই কাজের সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছি। যাতে আমাদের তদারকির সাথে সাথে যারা এই কাজের উপকারভোগী তারাও যেন সঠিকমানে কাজ বুঝে নিতে পারে। কারণ এই কাজের ভালো মন্দ আপনাদেরই বহন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা হচ্ছে প্রতিটি উন্নমূলক কাজের মান যেন ভালো হয়। সঠিকমানে কাজ হওয়ার জন্য তিনি বার বার আমাদের নির্দেশনা দিচ্ছেন।’ গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পৌর সেবক হিসেবে আমি নিজেকে মনে করি। আপনাদের কাছে এসে, আমি ভোট চেয়েছিলাম। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সেইভাবেই জিপু হয়েই সেবা করব। আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকে। আপনারা বলেছিলেন, এখানে পানি জমে। রাস্তা খারাপ। আমি নিজে এসে সেটা তদারকি করেছি। এখন কাজটি হচ্ছে। আপনারা উন্নত সেবা পাবেন, সেটাই আমি চাই।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সুলতানা আরা রত্না, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নদী এন্টারপ্রাইজের জাহিদুল ইসলাম নাণ্টু, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দীন পিণ্টু, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তাওরাত হোসেন, ছাত্রলীগ নেতা সানজীদ, ফারহান রাব্বি, সজিব, স্থানীয় বাসিন্দা খোকন, লিপু, রুবেল, লিপ্টন, রাজু, স্বপন, রাজন প্রমুখ।
কমেন্ট বক্স