বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসহায় করোনা রোগীর পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২২-০৭-২০২০ ইং
অসহায় করোনা রোগীর পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা বাজারপাড়ার অশোক কুমার, তার স্ত্রী তুলসী রানী ও মেয়ে শিউলি সাহা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু তাদের নিত্যপ্রয়োজনীয় বাজার এবং ওষুধ কেনার টাকা না থাকায়, তাঁরা নিরুপায় হয়ে এসপি জাহিদুল ইসলামের সরকারি মোবাইলে কল করে, তাদের সমস্যার কথা জানান। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ``২কেজি চাল, ১লিটার সয়াবিন তেল, ১২টা ডিম, ১কেজি খাঁশির গোশত, মসুরের ডাল ২কেজি, জিরা ১শ গ্রাম, আদা ২৫০ গ্রাম, গরম-মশলা ১শ গ্রাম, কাঁচা মরিচ ৫শ গ্রাম, লবন ১কেজি, হলুদ ১শ গ্রাম, কালো জিরা ৫০ গ্রাম এবং ওষুধ জধন-২০ দুই পাতা, রহফড়সবঃ ংৎ-৭৫ সম দুই পাতা, ধষমবপধষ-দুই পাতা, ঃড়পরঃ ীৎ-১১ সম- দুই পাতা, রহম ঃধনষবঃ-তিন পাতা, হধঢ়ধ বীঃবহফ-দুই পাতা, ংবৎুবষ২০- দুই পাতা কিনে লকডাউনে বাড়িতে থাকা অনুপ ও তার স্ত্রী লিপির নিকট পৌঁছে দেন। পুলিশ সুপারের এ উপহার এবং মহতী উদ্যোগে করোনা আক্রান্ত অশোক কুমারের পবিবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সেই সাথে পুলিশ সুপারের এমন মানবিক কার্যক্রমে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ