বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহিত্য চর্চা মানুষের মনকে পবিত্র করে তোলে

  • আপলোড তারিখঃ ১৬-০২-২০১৮ ইং
সাহিত্য চর্চা মানুষের মনকে পবিত্র করে তোলে
চুয়াডাঙ্গায় মৌচাক সাহিত্য সংসদ’র সাহিত্য আড্ডায় বক্তারা সাহিত্য চর্চা মানুষের মনকে পবিত্র করে তোলে নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রতিষ্ঠিত হওয়া ‘মৌচাক সাহিত্য সংসদ’ নামের সাহিত্য সংগঠনের প্রথম মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোহেল তানজিল হিরোর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক মো. আসাদুজ্জামান আসাদ। প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, সাহিত্য মানুষের মন ও মননকে ফুলের মতো পবিত্র করে তোলে। নবীন-প্রবীণ কবি সাহিত্যিকেরা জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে একত্রিত করে ‘মৌচাক সাহিত্য সংসদ’ একদিন জেলার সীমানা পেরিয়ে জাতীয়ভাবে সাহিত্যের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি অমিতাভ মীর, ৭১ টিভি চ্যানেলের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ছড়াকার এম এ মামুন। আলোচনা শেষে এ সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা আবৃতি করা হয়। আবৃতি করেন সুহাসিনী, বাসন্তী, খুলনা বেতারের গীতিকার, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শরিফ সাথী, মৌচাক সাহিত্য সংসদের মাহবুব মোল্লা, কবি শামীম রেজা, কবি মোজাফ্ফর রহমান, হাকিমুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাজাদা মেরাজ, আব্বাস উদ্দীন, আরাফাত আলী, রহিদুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ