শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের দেহাটি থেকে গাঁজাসহ রফিকুল গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
জীবননগরের দেহাটি থেকে গাঁজাসহ রফিকুল গ্রেপ্তার

জীবননগর উপজেলার দেহাটি গ্রামে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে অভিযান চালান। এসময় ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। পরে রফিকুল ইসলামের বাড়ি তল্লাশি করে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রফিকুল ইসলামের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।




কমেন্ট বক্স