মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
আলমডাঙ্গার বিভিন্ন সরকারি অফিস ও আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পৌর ভূমি অফিস ও খুদিয়াখালি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রথমে ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এসময় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজয়ানা নাহীদ তাঁর দপ্তরের কাগজপত্র দেখান। জেলা প্রশাসক এখান থেকে বের হয়ে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার রনি আলম নুর ও সহকারী কমিশনার রেজয়না নাহিদ। জেলা প্রশাসক এখান থেকে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে পৌর তহশীলদারসহ সকল স্টাফ এসময় উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, সাধারণ জনগণ যেন আমাদের সেবা থেকে বঞ্চিত না হয়। আপনারা অযথা কাউকে হয়রানি করবেন না। এরপর বেলা একটার দিকে খুদিয়াখালি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি ঘুরে ঘুরে দেখেন, যাদের নামে ঘর বরাদ্দ আছে, সেই সব প্রকৃত মালিকগণ এখানে থাকে কি না। অনেকে জানান, এই আশ্রয়ন প্রকল্পে নানারকম অসামাজিক কাজ হয়ে থাকে। বিশেষ করে এখানে মাদক কেনাবেচা চলে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বিষয়টি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে বিশেষভাবে নজর দিতে বলেন। মাদক ব্যবসার সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে আশ্রয়ন থেকে তাড়িয়ে দেওয়া হবে। এছাড়াও তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দিনব্যাপী আলমডাঙ্গার বিভিন্ন অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার রনি আলম নুর, সহকারী কমিশনার (ভূমি) রেজয়ানা নাহিদ, সমবায় কর্মকর্তাসহ অন্যান্য স্টাফ।


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়