মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোমিনপুরে তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২০ ইং
মোমিনপুরে তারা দেবী ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে মোমিনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই তারা দেবী ফাউন্ডেশন মানব সেবাই একের পর এক কার্যক্রম পরিচালনা করে আসছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, ‘আপনাদের যদি জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বাইরে বের হতে হয়, অবশ্যই মাস্ক পরে বের হবেন।’ এ সময় তিনি জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া জনসাধারণের মধ্যে ৫ শ পিস মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ববিতা খাতুন, আলেয়া খাতুন ও আছিরন নেছা। বিতরণের সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাকিব ও নুহাশ।


কমেন্ট বক্স