বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৯ ইং
ভাংবাড়িয়া ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় বোয়ালিয়া বাজারে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতা ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, ডাবলু বিশ্বাস, আনারুল বিশ্বাস, জিয়া বিশ্বাস, আজাবুল বিশ্বাস, ইউপি সদস্য রিপন বিশ্বাস ও গিয়াসউদ্দিন মালিতা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ আহমেদ প্রিন্স, বিপ্লব বিশ্বাস, বাপ্পি হিরোক, রুবেল, রাজিব, হাসানুজ্জামান, স্বপন আলী, জাহাঙ্গীর আলম, সাজেদুল ইসলাম, জসিম উদ্দিন, চঞ্চল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান বাদল। সভায় উপস্থিত ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে আজিজুল হক সভাপতি, মাহাবুল ইসলাম সাধারণ সম্পাদক ও মারফত আলী বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি কেয়ামত উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আক্তার এবং ৩ নম্বর ওয়ার্ডে মনোয়ার হোসেন সভাপতি ও আজিজুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ