বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৫ ইং
জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার

জীবননগরে পৃথক দুই মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭১/৭-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মো. ফারুকের মেহগনি বাগানের ভেতর হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০-এমপি হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের রাস্তার পাশে হাবিলদার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 



কমেন্ট বক্স
notebook

৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২