বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সোহরাব-ছটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. এম এম মনোয়ার হোসেন। এসময় সোহরাব-ছটি প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. সোহরাব হোসেন ও সেক্রেটারি পদে মো. হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি মনোনয়নপত্র জমা দেন।
এ প্যানেলের সদস্য পদে অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার মফিজ, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান মনোনয়নপত্র জমা দেন। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট অফিসার শেখ মাহমুদুন নবী, যুব সদস্য জাহাঙ্গীর আলম, হাসিবুল হাসান ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে ৯ নভেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নয়ন কুমার রাজবংশী দায়িত্ব পালন করছেন। এছাড়া অ্যাড. মারুফ সরোয়ার বাবু (পিপি) ও অ্যাড. এম এম মনোয়ার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমীকরণ প্রতিবেদক