বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড ও মাঝের পাড়া এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


অভিযানে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি গ্যাস, শিশু খাদ্য ও বেকারি পণ্য তদারকি করা হয়। এ সময় অগ্নিনির্বাপক লাইসেন্স নবায়ন না থাকায় নূর এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা এবং পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘনসহ বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণে ত্রুটি থাকায় গ্রীন ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।


অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

৫ লাখ টাকা নিয়ে পালাতে গিয়ে আটক ২