রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন

সোহরাব-ছটি প্যানেলের মনোনয়ন জমা

আপলোড তারিখঃ 2025-11-05 ইং
রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাচন ছবির ক্যাপশন:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সোহরাব-ছটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. এম এম মনোয়ার হোসেন। এসময় সোহরাব-ছটি প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে অ্যাড. সোহরাব হোসেন ও সেক্রেটারি পদে মো. হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি মনোনয়নপত্র জমা দেন।


এ প্যানেলের সদস্য পদে অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. মুহা. রফিকুল ইসলাম, মফিজুর রহমান জোয়ার্দ্দার মফিজ, সুমন পারভেজ খান ও মহলদার ইমরান মনোনয়নপত্র জমা দেন। এসময় চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট অফিসার শেখ মাহমুদুন নবী, যুব সদস্য জাহাঙ্গীর আলম, হাসিবুল হাসান ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে ৯ নভেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর শনিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নয়ন কুমার রাজবংশী দায়িত্ব পালন করছেন। এছাড়া অ্যাড. মারুফ সরোয়ার বাবু (পিপি) ও অ্যাড. এম এম মনোয়ার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)