জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2025-11-05 ইং
জীবননগর থেকে ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগরে পৃথক দুই মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গত সোমবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭১/৭-এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছটাংগাপাড়া গ্রামের মো. ফারুকের মেহগনি বাগানের ভেতর হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে, গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭০-এমপি হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের রাস্তার পাশে হাবিলদার মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে আরেকটি অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)