এ নির্বাচন গণতন্ত্র রক্ষা আর খালেদা জিয়ার মুক্তির নির্বাচন
- আপলোড তারিখঃ ২৫-০৩-২০১৮ ইং
জীবননগর তিন ইউপি নির্বাচনে গণসংযোগকালে বিএনপি নেতা বাবু খান
জীবননগর অফিস/আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে ও হাটে-বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে-কোষাধ্যক্ষ শিল্পপতি মাহমুদ হাসান বাবু খান দলীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, এ নির্বাচন বিএনপির বাঁচা-মরার লড়াইয়ের নির্বাচন। এ নির্বাচন গণতন্ত্র রক্ষা আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এ নির্বাচনে দলীয় নেতাকর্মিদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে কাজ করতে হবে। এই মুহুর্তে যে সব দলীয় নেতাকর্মি দলীয় স্বার্থের কথা বিবেচনায় না নিয়ে নিজেদের স্বার্থে প্রতিপক্ষ দলের প্রার্থীর পক্ষে কাজ করছে তারা বেঈমান হয়ে যাবেন। বিএনপি তথা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় আওয়ামী লীগ ভীত হয়ে বিএনপি দলীয় নেতাকর্মিদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলখানায় বন্দী করে রাখছে। বাঁকা ইউনিয়ন নির্বাচনে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম, হাসাদহ ইউনিয়ন নির্বাচনে ধানের শীষ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কামাল সিদ্দিকী ও রায়পুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি নেতা মতিয়ার রহমান চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীদের ভীতে কম্পন জাগে। বিএনপি বিজয় ছিনিয়ে নিতে কামাল সিদ্দিকীকে জেল হাজতে এবং আবুল কাশেম মুন্সীর নেতাকর্মিকে চাপের মধ্যে রেখে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনী বৈতরণী পার করতে মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেরা মাঠে দাঁড়াতে না পেরে পুলিশ সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করছেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে মোটারসাইকেল শোডাউন দিয়ে ভোট প্রার্থণা করছেন। অথচ বিএনপির প্রার্থী দু’চারটি মোটারসাইকেল আর ১০-১২ জন নেতাকর্মি সমর্থক নিয়ে কোথাও গণসংযোগ করলে পুলিশ তাদেরকে বাঁধা দিচ্ছেন এবং গ্রেফতার করারও হুমকি দেয়া হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু খান ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, দেশে এখন গণতন্ত্র আর উন্নয়নের নামে বিরোধী পক্ষকে হত্যা, গুম, দমন-পীড়ন চালানো হচ্ছে। বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে নির্বাচনের মাধ্যমে সরানো না গেলে আগামীতে দেশ যাবে রসাতালে আর জাতি পড়বে মহাবিপাকে। তাই সকলকে দেশ-জাতির স্বার্থেই ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে আওয়ামী দু:শাসনের জবাব দিতে হবে। বাবু খান গতকাল রায়পুর, হাসাদহ ইউনিয়ন ছাড়াও বাঁকা ইউনিয়নের সুটিয়া, শ্রীরামপুর, বাঁকা প্রতাপপুর, আলীপুর এলাকায় গণসংযোগ করেন এবং আবুল কাশেমের জন্য ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় চেয়ারম্যন প্রার্থী আবুল কাশেমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স