শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০১৮ ইং
ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ডিঙ্গেমারা ব্রীজের কাছে রোববার দুপুরে ট্রাক চাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি লক্ষিকোল গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতর ভাই আব্দুল কুদ্দুস জানান, বেলা ১২টার দিকে আব্দুল আজিজ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ডিঙ্গেমারা ব্রীজের কাছে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মৃত্যু বরণ করেন। রাস্তার ধারে এলোমেলো ভাবে বাস দাড় করে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন। অভিযোগ উঠেছেম বাস টার্মিনাল থাকা সত্বেও শহরের বর্ষা ফিলিং স্টেশনের কাছে রাস্তা দখল করে বাস দাড় করিয়ে রাখা হয়। এ কারণে যান ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে। ট্রাফিক পুলিশের গাফলতির কারণে বাসগুলো সকাল থেকে রাত অবধি সেখানে রাখা হলেও কোন প্রতিকার মেলে না।


কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা