ডিহি বাণিজ্যিক খামারের আখে আগুন : দেড় লক্ষাধিক টাকার ক্ষতি
- আপলোড তারিখঃ ৩০-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গা দর্শনার কেরু চিনিকলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের বাকি আর মাত্র দুই দিন
দর্শনা অফিস: দর্শনা কেরুজ ডিহি বাণিজ্যিক খামারের আখে আগুন লেগে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। মিল চালুর আগেই আখে অগ্নিকা-ের কারন নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে দর্শনা কেরুজ চিনিকলের আওতাধীন ডিহি ব্যাণিজ্যিক খামারের আওতাধীন কুন্দিপুর গ্রামের পার্শবর্তী মাঠ এ ব্লক নামক আখের জমিতে আগুন লাগে। এ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দর্শনা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার মোশারফ হোসেনের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছায় এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিস ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ঘন্টা ৪০মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মাঠের ১০ একর জমির আঁখ পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। কেরুজ চিনিকলের ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমের বাকি আর মাত্র ২দিন। এরই মাঝে আগে ভাগে আঁখে আগুন দেওয়ার কারন অজানায় থেকে যায়। উল্লেখ্য, ইতিপূর্বে দেখা গেছে চিনিকল বন্ধ হওয়ার আগ মুহুর্তে আখে আগুন লাগানোর মহড়া। কিন্তু চিনিকলের উদ্বোধনের আর মাত্র দুই দিন বাকি তার আগেই শুরু হয়েছে আঁখে আগুন দেওয়ার মহড়া। এ বিষয়ে ডিহি ফার্ম ইনচার্জ সাজ্জাদুল ইসলাম বলেন, কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। আমি দুইটি ফার্ম তথা ডিহি ফার্ম ও ছয়ঘরিয়া ফার্মের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছি। এসময় আমি ছয়ঘরিয়া ফার্মে ছিলাম। তবে যে দুজন পাহারাদার হিসাবে দায়িত্বে ছিলেন জাকির ও সানোয়ার তাদের নিকট জানতে চাইলে তারা বলেন, পার্শবর্তী মাঠে মুড়ি আখ রয়েছে। সেগুলো গরু, ছাগলে যাতে নষ্ট না করে তা দেখতে যাওয়ার সুযোগে কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
কমেন্ট বক্স