শনিবার, ২১ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আলমডাঙ্গায় সুষ্ঠুভাবে সম্পন্ন দুর্গোৎসব ১৪৩১

মন্দির কমিটিকে বিএনপির স্মারক প্রদান

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২৫ ইং
মন্দির কমিটিকে বিএনপির স্মারক প্রদান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সুষ্ঠুভাবে ১৪৩১ শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় মন্দির কমিটিগুলোর মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৫টায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক  শরীফুজ্জামান শরীফ।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু। 


উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক ডাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম।


আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার সিংহ রায় এবং সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়।


অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা ও পৌর এলাকার ৩১টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফসহ অন্যান্য অতিথিবৃন্দ



কমেন্ট বক্স