চুয়াডাঙ্গার বড়বাজারে শিশু খাদ্য, মসলা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে একটা পর্যন্ত বড় বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে মসলা সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে মেসার্স চুয়াডাঙ্গা সুপারি হাউসকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক সাহাবুল হক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একইসঙ্গে তাকে দ্রুততম সময়ের মধ্যে সব সমস্যা নিরসন করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও, অভিযান চলাকালে আরও বেশ কয়েকটি মশলা, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় দোকানিদের মূল্য তালিকা হালনাগাদ, নির্ধারিত ও যৌক্তিক দামে পণ্য বিক্রি, এবং মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং জেলা পুলিশের একটি দল।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। জনগণের অধিকার সুরক্ষায় বাজারে নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।