বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বদরগঞ্জ বাজারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে এসপি গোলাম মাওলা

এলাকাবাসী সচেতন হলে সমাজের অনিয়ম দূর সম্ভব হবে
  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
বদরগঞ্জ বাজারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে এসপি গোলাম মাওলা

 

চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বদরগঞ্জ বাজারে এই অনুষ্ঠানের  আয়োজন করা হয়। বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক, আপনাদের পাশে আছে। অপরাধ বেশি সংঘটিত হওয়ার কারণে চার চারটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল, আজ সেই ধরনের অপরাধ না থাকলেও শান্তি রক্ষায় ক্যাম্পগুলো রেখে দিয়েছি। সকলকে আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইনের প্রতি আমাদের সকলকেই শ্রদ্ধাশীল হওয়া দরকার। এ জন্য প্রয়োজন সচেতনতা।


তিনি আরও বলেন, বিট পুলিশিং সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হলে পুলিশের সেবা জনতার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। এলাকাবাসী সচেতন হলে সমাজ থেকে অনিয়ম দূর করা সম্ভব হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে এই সমাজ থেকে চিরতরে সন্ত্রাস ও মাদকমুক্ত হবে। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপদে রাখা কঠিন। বিট পুলিশিং কার্যালয়ে জিডি নেওয়ার সুব্যবস্থা করা চেষ্টা চলছে।


পুলিশ সুপার বলেন, ওপেন হাউজ ডেতে পুলিশের দোষগুণ শুনতে চাই। আমি সংশোধনে বিশ্বাসী, আপনাদের কাছ থেকেও শিখতে চাই। ছোটখাটো অপরাধে তাদের সংশোধন হওয়ার জন্য সুযোগ দিয়ে থাকি। তার মানে এই নয় বারবার করে পার পাবে, সেটা নয়।  তিনি আরও বলেন, আত্মহত্যার খারাপ দিক তুলে ধরে শিক্ষক মসজিদের ইমামদের এগিয়ে আসতে হবে। পয়সার অভাবে লেখাপড়া না করিয়ে বাল্যবিয়ের ব্যবস্থা করা হয়, আমি তাদের উদ্দেশে বলতে চাই, পড়াশোনার খরচ আমরা দিবো, স্কুলের পোশাক দিবো তবুও বাল্যবিয়ে দেয়া যাবে না, মাদকে না বলি, মাদক একটি ভয়ংকর ব্যাধি,  যারা মাদক কারবারি, তাদের আমাদের কাছে ধরিয়ে দিন। সকল ধরনের অপরাধ এটা হাত থেকে রক্ষার জন্য আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা করব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর হাসান খালিদ, ওসি (অপারেশন) হোসেন আলী, সরোজগঞ্জ, কুতুবপুর, সিন্দুরিয়া ও শুম্ভুনগর পুলিশ ক্যাম্পের  ইনচার্জ। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, বিএনপির নেতা আবুল কালাম, কুতুবপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি খবির উদ্দিন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ