আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ পান হাটে কৃষিজাত পণ্য ধান, গম, পাট, ভুট্টা, কলা, মসুরি, সরিষাসহ নানা কৃষিপণ্যের পাইকারি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকার শনিবার সকাল ১০টায় জেহালা পান হাট বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ হাটের উদ্বোধন করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এতদিন কৃষকদের নিজ এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য বাইরে যেতে হতো। এখন আর বাইরে যেতে হবে না। মুন্সিগঞ্জ বাজারের প্রাণকেন্দ্র জেহালা পান হাটে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান, ভুট্টা, পাট, গমসহ বিভিন্ন কৃষিজাত পণ্য বিক্রি করা যাবে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরআলা, মুন্সিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সোনামিয়া, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব সুরেশ কুমার আগরআলা পিন্টু, ব্যবসায়ী আবিদুদ্দোজা কেবল, জেহালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, ব্যবসায়ী মানিক কুমার আগরআলা, আব্দুল আলী, সালাম আলী, আব্বাস, আজিজুল, মহাবুল স্বাক্ষরসহ বিভিন্ন এলাকার পাইকারি ভূষিমাল ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।