দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ২৮ বোতল বিলাতি ও ৬৭ লিটার চোলাই (বাংলা) মদসহ আকাশ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আকাশ দর্শনার কেরু দারোয়ান লাইন এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ খর পায়, কেরু অ্যান্ড কোম্পানির দারোয়ান লাইনের সামনে পরিত্যক্ত একটি টয়লেটের মধ্যে মাদকদ্রব্য মজুত করা হয়েছে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের এসআই অনুপ মুখার্জী অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে কেরুজ ২৮ বোতল বিলাতি মদ ও একটি ড্রামভর্তি ৬৭ লিটার বাংলা মদ উদ্ধারসহ আকাশকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, ২৮ বোতল বিলাতি মদ ও একটি ড্রামভর্তি ৬৭ লিটার বাংলা মদ উদ্ধারসহ আকাশকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।