বুধবার, ১৮ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় একই রাতে ৪টি গরু চুরি

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০১৭ ইং
দামুড়হুদায় একই রাতে ৪টি গরু চুরি
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের ৩টি বাড়ী থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। কুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আনসার আলীর ছেলে সাইদুর রহমান জানান, ওই রাত শেষে ভোরবেলায় গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ২টি গরু নেই। তিনি আরো জানান, আমার ভাই আব্দুল মালেকের একটি এবং আরেকভাই আবু বক্কর সিদ্দীকের একটি মোট ৪টি গরু গোয়ালঘর থেকে চুরি হয়। এব্যাপারে আনসার আলীর ছেলে সাইদুর দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সাথে সাথে পুলিশ গরুগুলো উদ্ধারে তৎপর রয়েছে। গরুগুলো উদ্ধার না হওয়া ও চোর ধরা না পড়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা ও জীবননগরে গাংনীতে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ