চুয়াডাঙ্গা বলেশ্বরপুর গ্রামে ধান ক্ষেতে হাস যাওয়ায় সংঘর্ষ : নারীসহ আহত-৩
- আপলোড তারিখঃ ০৭-০৮-২০১৭ ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামে ধান ক্ষেতে হাস যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ তিন জন আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের স্কুলপাড়ার মৃত বিষারত বিশ্বাসের ছেলে শামসুল বিশ্বাস (৫৫), তার স্ত্রী রিজিয়া পারভীন (৫০) ও মেয়ে সুমি আক্তার (৩০)। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল বিকালে বলেশ্বরপুর গ্রামের স্কুলপাড়ার মাজেদার আলীর ছেলে লাল মো: রাঙার ধান ক্ষেতে একই এলাকার শামসুল বিশ্বাসের পালিত হাস ঢুকে পড়ে। এই নিয়ে ধান ক্ষেত মালিক ও হাসমালিকের সাথে দিঘ সময় বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে ধান ক্ষেত মালিক লাল মো: রাঙা ও তার দুই ভাই আবেদ আলী ও বাবুল হাস মালিক সামসুল, তার স্ত্রী রিজিয়া পারভীন ও তার মেয়ে সুমিকে বাশ ও কোদাল দিয়ে আঘাত করে। এতে তিনজন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
কমেন্ট বক্স