খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের নামে অসভ্যতা
- আপলোড তারিখঃ ১১-১১-২০২১ ইং
শিক্ষার্থীদের শরীরের পরিধেয় টি-শার্টে লেখা বেশকিছু শব্দ। যেগুলো দেখেই বিব্রত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ইতঃমধ্যে সেই লেখা যুক্ত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়। এসব শব্দ কোন সংস্কৃতি থেকে এনেছে কিংবা কেনই ব্যবহার করছে, তা জানে না সেই শিক্ষার্থীরাও। এমন চিত্র দেখা গেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা এমন কর্মকাণ্ড করেছে।
প্রত্যাক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাদা রঙের টি-শার্ট পরিধান করে। টি-শার্টে প্রত্যেকেই স্মৃতির জানালা থেকে উঁকি দিয়ে লেখে মধুময় স্মৃতি কথা। তবে বেশিরভাগ শিক্ষার্থী নিজেদের টি-শার্টে লিখেছে অশ্লীল শব্দ। ‘আই লাভ ইউ শিউলি, মাল খাবি মানুষ হবি, সানি লিয়ন, মাল মাথায়, গরু চোর, গাঁজা খোর, মাল শেষ’ এ ধরণের নানা অশ্লীল শব্দ শোভা পাই তাদের টি-শার্টে।
স্কুলের কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলে, ‘আনন্দের ছলে লিখেছি লেখাগুলো। এগুলো লেখা আমাদের ঠিক হয়নি।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরাও লক্ষ্য করেছি। তবে যে কর্মকাণ্ডগুলো ঘটে গেছে, তা ছিল শিক্ষার্থীদের অগ্রীম প্রস্তুতি। যার জন্য আমরা কিছুই আগে থেকে জানতে পারিনি। এই ন্যাক্কারজনক বিষয়টির জন্য আমরা শিক্ষকেরা কোনো দায়ী না।’
সচেতন নাগরিকরা মনে করেন, এটি অত্যান্ত দুঃখজনক। স্কুল ব্যবস্থাপনা কমিটির উচিত বিষয়টি খুবই শক্তভাবে দেখা। তাঁরা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব বিষয়ে সচেতন হতে অনুরোধ করেছেন। কারণ সামাজিকভাবে এসব ঘটনার খারাপ প্রভাব পড়ে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।’
কমেন্ট বক্স