চুয়াডাঙ্গার ট্রাক্টর-ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, ট্রাকচালক জখম
- আপলোড তারিখঃ ১৫-০৭-২০২১ ইং
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কালুপোলে ট্রাক্টরের সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক আলামিন হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আলামিন হোসেন জীবননগর উপজেলার রায়পুর গ্রামের কলিমউদ্দিনের ছেলে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল কেটের মাঠ ব্রিজের নিকট গতকাল দুপুরে গোস্টবিহার থেকে বালুভর্তি করে সরোজগঞ্জ অভিমুখে যাচ্ছিল একটি ট্রাক্টর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ওই ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকচালক মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত ট্রাকচালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ঘটনার পর স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টর আটক করে ক্যাম্পে নেয়।
কমেন্ট বক্স