সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সড়াবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গার সড়াবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিবেদক, তিতদুহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়ায় আব্দুল্লাহ নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আবদুল্লাহ সড়াবাড়িয়া গ্রামের শাহজাহানের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশেই একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। নিহতের পিতা শাহজাহান জানান, সকাল ৯টা থেকে তাঁর শিশুপুত্র আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশে প্রতিবেশীদের বাসায় খোঁজ করেও তাকে খুঁজে পাওয়া না গেলে সকাল ১০টার দিকে পাশের বাড়ির পুকুরে খুঁজে তার লাশ পাওয়া যায়। পরে বিকেলে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। দুই বছরের শিশু মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম। তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুর খবর শুনে তাঁরা ঘটনাস্থলে যান। পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু