দামুড়হুদায় আলমসাধু চাপায় স্কুলছাত্রের মৃত্যু
- আপলোড তারিখঃ ২৩-০৪-২০২১ ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ইট বোঝায় আলমসাধুর চাপায় শুভ (১৭) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই লিমন (১৫)। নিহত শুভ দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের টোটন মণ্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিৎলা হালদারপাড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের টিটন মণ্ডলের ছেলে শুভ ও লিমন মোটরসাইকেলযোগে মাঠে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে চিৎলা হালদারপাড়া মোড়ে এক সাইকেল চালককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের ব্রেক দিলে পাকা রাস্তার ওপর পড়ে যায় দুই ভাই। এসময় দামুড়হুদা দিক থেকে আসা এক ইট বোঝায় আলমসাধু শুভর পেটে ও মুখের ওপর দিয়ে চলে যায়। পরে এলাকার লোকজন ছুটে এসে আলমসাধু চালক পালিয়ে যান। এলাকাবাসী শুভ ও লিমনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শুভর মৃত্যু হয় ও আহত অবস্থায় লিমনকে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তার মৃত্যুতে শুভর মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকালই আসরের নামজের পর জানাজা শেষে তাঁর নিজ গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, আলমসাধুর নীচে পড়ে একজনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় শুভ নামের এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর আলমসাধু নিয়ে পালিয়েছেন চালক। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট লাশ হস্ততান্তর করা হয়েছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কমেন্ট বক্স