মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে আবাসিক হোটেলে যুবকের লাশ!

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২০ ইং
ঝিনাইদহে আবাসিক হোটেলে যুবকের লাশ!
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ইন্দ্রজিৎ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে হোটেল রেডিয়েশন নামের ওই আবাসিক হোটেলের ৪১৪নং কক্ষ থেকে জালনার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এসময় স্ত্রীকে লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ইন্দ্রজিৎ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেলগাছী গ্রামের শ্রী শুসেন কুমারের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর থেকে হোটেল রেডিয়েশনের ৪১৪নং কক্ষে থাকছিল সে। তবে তার পেশা ও কাজ সম্পর্কে এখনো জানতে পারেনি পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ। রাত ১০টার দিকে হোটেল বয় রাউন্ডে এসে অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজা খুলে তার মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার আবুল বাশার এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। পুলিশ এটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের তথ্য প্রকাশ করা হয়নি। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) সুপার আবুল বাশার জানান, ‘হোটেল কক্ষের ঐ রুমে ডাইরির পাতায় তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিরকুটে কয়েকজন ব্যক্তিকে দাযি করে গেছেন তিনি। তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।’


কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়