সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিল, মদ, গাঁজাসহ ভারতীয় মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২০ ইং
ফেনসিডিল, মদ, গাঁজাসহ ভারতীয় মালামাল উদ্ধার
দামুড়হুদা ও মেহেরপুর সদরের পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা ও মেহেরপুর সদর উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জহির উদ্দিন বাবর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের বিলপাড়ার মাঠ থেকে ৬২ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার ৩ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গতকাল সোমবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের পাকা রাস্তা মোড় নামক স্থান হতে ৫২ জোড়া ভারতীয় লেডিস স্যান্ডেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। উদ্ধার হওয়া স্যান্ডেল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একইদিন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুস সালাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গত রোববার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোশারফ উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের খালপাড় নামক স্থান হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর দিকে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আমিনুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত খালপাড় গ্রামের খালপাড় মাঠ স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ এবং ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অন্যদিকে, রোববার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ি গ্রামের মাঠ থেকে ৬০ কেজি বাংলাদেশী সিসা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া সিসা দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

পানি খেতে গিয়ে বিদ্যুতের ফাঁদে যুবকের মৃত্যু