বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৬

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৯ ইং
কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৬
প্রতিবেদক, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কালীগঞ্জ-জীবননগর সড়কের পাতিবিলা ফিরোজ ব্রিক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা সবাই ওই বাসের যাত্রী। তাঁদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। কালীগঞ্জ উপজেলা ফায়ার স্টেনের কর্মকর্তা ড. মামুনুর রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, (খুলনা মেট্রো-জ-১১-০১১৯) নম্বরের একটি যাত্রীবাহী শাপলা পরিবহনের বাস দ্রুতগতিতে জীবননগর থেকে কালীগঞ্জের দিকে আসছিল। বাসটি ঝিনাইদহ কালীগঞ্জের পাতিবিলা ইটভাটা নামকস্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী মারাত্মক আহত হন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, দুর্ঘটনা-কবলিত বাসটির যাত্রীদের কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সম্পা মোদক জানান, আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত ওই বাসের ২৬ জন যাত্রীকে কালীগঞ্জ হাসপাতালে আনা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


কমেন্ট বক্স