ঝিনাইদহের মহেশপুর হাইস্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশগ্রহণ করে নাইজেরিয়া ও ঘানা। স্থানীয় তন্ময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই ম্যাচ দেখতে মাঠজুড়ে হাজারো দর্শকের ঢল নামে। খেলাকে ঘিরে মহেশপুর শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা ছুটে আসেন মাঠে। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ আশপাশের দোকান ও বাড়ির ছাদে উঠে উপভোগ করেন রোমাঞ্চকর এই খেলা।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র ঘোষণা করা হয়। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মেহেদী হাসান রনি।
তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। রাজনীতি, সমাজ ও খেলাধুলায় ঐক্য থাকলেই উন্নয়ন সম্ভব। বিএনপি মহেশপুর ও কোটচাঁদপুরে ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তন্ময় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান জিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, দবির উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তন্ময় স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল গেমস ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনই হতে পারে কার্যকর উদ্যোগ। এই প্রীতি ম্যাচ তারই অংশ। খেলা শেষে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
স্থানীয় দর্শক হাসানুল কবির বলেন, এমন উৎসবমুখর আয়োজন মহেশপুরে এখন খুব একটা হয় না। আজ আমরা আন্তর্জাতিক দুটি দলের খেলা উপভোগ করলাম। সত্যিই দারুণ লেগেছে। তন্ময় স্পোর্টিং ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। খেলাধুলার মাধ্যমে সমাজে ঐক্য ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মনে করছেন স্থানীয়রা।
ঝিনাইদহ অফিস