শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২৫ ইং
শৈলকুপায় অতিরিক্ত মদ্যপানে তরুণীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে অতিরিক্ত মদ্যপানে নন্দিনী রানি সরকার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নন্দিনী রানি সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। দুর্গাপূজা উপলক্ষে তিনি শৈলকূপার ভান্ডারীপাড়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।


নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ২৯ সেপ্টেম্বর নন্দিনী দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে নানাবাড়িতে আসে। দশমীর দিন বান্ধবীদের সঙ্গে বিসর্জন দেখতে বেরিয়ে যায় এবং সেসময় মদ্যপান করে বাড়ি ফেরে। রাতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ অনুভব করলে চিকিৎসক তাকে ছেড়ে দেন। কিন্তু পরে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।


শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মদ সরবরাহকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। 



কমেন্ট বক্স
notebook

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই