আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় রাইহান উদ্দিন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াকুলি গ্রামের প্রবাসী শামিম হোসেনের ছেলে রাইহান সকালে বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যায়। ফেরার পথে মুন্সিগঞ্জগামী একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। শিশু রাইহানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।