চুয়াডাঙ্গায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে জেলা পর্যায়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় জেলা মেডল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনের ভাচ্যুয়ালি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।
জেলা তথ্য অফিসের ঘোষক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি থেকে মূল আলোচায় টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা ও প্রচলিত গুজবে সম্পর্কে মতামত তুলে ধরেন চুয়াডাঙ্গার জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আওলিয়ার রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. সাজিদ হাসান। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিস শিল্পী মণ্ডল
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজিব হোসেন কচি ও জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবার।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলামসহ জেলায় কর্মকরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেতে তিলাওয়াত করেন শহিদুল ইসলাম।