আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঘোলদাঁড়ি কাউন্সিল মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয় এই সম্মেলন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা থেকে স্বতঃস্ফূর্তভাবে শত শত নারী এতে অংশগ্রহণ করেন। আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা দল নেত্রী মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি দেশের মানুষের কল্যাণে সবকিছু ত্যাগ করেছেন। জিয়া পরিবার এ দেশের জনগণের জন্য আশির্বাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কৃষক-শ্রমিকের উন্নয়নে কাজ করেছেন, তেমনি নারীদের উন্নয়নের দিকেও রাষ্ট্রীয়ভাবে প্রথম দৃষ্টান্ত স্থাপন করেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এতে প্রতিটি পরিবারের জন্য রেশন কার্ড ও স্বার্থ কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপের কথা বলা হয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে এগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।’ শরীফুজ্জামান শরীফ উপস্থিত মা-বোনদের প্রতি আহ্বান জানান ধানের শীষের পক্ষে থাকার জন্য। তিনি বলেন, ‘যারা ধর্মকে পুঁজি করে ভোট চায়, জান্নাত বিক্রি করার মতো জঘন্য পাপাচারে লিপ্ত হয়েছে, তাদের থেকে সতর্ক থাকতে হবে।’ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডু প্রমুখ। ইউনিয়ন মহিলা দল নেত্রী কামরুন নাহার কনার পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ইউনিয়ন যুবদল নেতা মামুন অর রশিদ বিশ্বাস ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক আহমেদ।
সম্মেলনে উপস্থিত ছিলেন নাগদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, জেলা কৃষক দলের সদস্য হারুন অর রশিদ গাটু, রাশেদুজ্জামান বাবু, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মিলন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী বাবু, আইলহাস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ আহমেদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মল্লিক, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ঝণ্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা বিটু, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় খান সুজন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাইনুল ইসলাম সিয়াম, ইউনিয়ন যুবদল নেতা মতিয়ার রহমান মনিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
সম্মেলনে পাঁচ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মর্জিনা খাতুন, সাধারণ সম্পাদক কামরুন নাহার কনা, সিনিয়র সহসভাপতি রহিমা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক শিউলি খাতুন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জোসনা খাতুন নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক