শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজের প্রয়াণ

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজের প্রয়াণ

চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আজিজ আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষক আব্দুল আজিজ চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ীপাড়ার বাসিন্দা ছিলেন।


    জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত এই শিক্ষক গত বুধবার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বিকেলে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকালই আসরের নামাজের পর সাতগাড়ী পুরাতন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক বলেন, ‘আব্দুল আজিজ স্যার ২০০৯ সালে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। তারপর থেকে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীকে জ্ঞানের আলো ছড়িয়েছেন। সম্প্রতি অসুস্থতার কারণে তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।’


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘বুধবার পরিবারের সদস্যরা স্যারকে হাসপাতালে ভর্তি করেন। তিনি গুরুতর অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়।’



কমেন্ট বক্স
notebook

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই