মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় গণসংযোগে মানুষের ভালোবাসায় আপ্লুত শরীফুজ্জামান

‘ষড়যন্ত্র থাকবে, কিন্তু পরিবর্তনের অগ্রযাত্রা থামানো যাবে না’
  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৫ ইং
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় গণসংযোগে মানুষের ভালোবাসায় আপ্লুত শরীফুজ্জামান

চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় সদর উপজেলার মোমিনপুর পানের হাটে ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড বন্ডবিল মোড় থেকে শুরু হয়ে গণসংযোগ ও পথসভা চলে চর বন্ডবিল, স্টেশন রেল ফোকট মোড় থেকে ৮ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর মোড় পর্যন্ত। গণসংযোগকালে জেলা বিএনপির এই নেতা সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।


এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন এলাকায় টানা গণসংযোগ, প্রচারণা ও পথসভায় অংশ নিচ্ছেন জেলা বিএনপির এই নেত। শুরু থেকেই তার উপস্থিতিতে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ। কেউ হাত মেলান, কেউ মাথায় হাত রেখে দোয়া করেন, যেন তিনি জেলার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকতে পারেন।


ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় জনসম্মুখে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনি ভালো কিছু করতে চেষ্টা করলে কিছু মানুষের অসুবিধা হবেই। ষড়যন্ত্র থাকবে, কিন্তু ভালোর অগ্রযাত্রাকে থামানো যায় না। ধানের শীষের গতিরোধ করার মতো শক্তি কারও নেই। চুয়াডাঙ্গার দুই আসনে ধানের শীষের বিজয় হবে প্রকৃত অর্থে জনগণের বিজয়, এই জেলার উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক।’


এসময় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তনের নীলনকশা হিসেবে অভিহিত করে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘এটি কোনো রাজনৈতিক কাগুজে ঘোষণা নয়, এটি দেশের মানুষের মুক্তি, ন্যায়বিচার ও উন্নয়নের বাস্তব রূপরেখা। বিএনপির প্রতিটি কর্মীর দায়িত্ব এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া।’


শরীফুজ্জামান বলেন, ‘ধানের শীষ মানেই জনগণের ভোটাধিকার, মানুষের মুখে হাসি, তরুণদের কর্মসংস্থান এবং কৃষকের ন্যায্য মূল্য। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই মাটির মানুষই পরিবর্তনের স্রোত তৈরি করবে। তারেক রহমান সেই নেতৃত্ব, যিনি জনগণের অধিকার ফেরাতে নিরন্তর সংগ্রাম করছেন। জনগণের ভোটে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব, মানুষের পাশে থাকব, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব।’ তিনি বলেন, ‘যত কুচিন্তা বা অপচেষ্টা হোক, বিএনপির লক্ষ্য ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা, যা কোনো শক্তিই বন্ধ করতে পারবে না।’


জেলা বিএনপির এই নেতা আরও বলেন, ‘চুয়াডাঙ্গার মানুষ কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না। এই শহরের প্রতিটি গলিতে ধানের শীষের শিকড় এখন গভীরে। তরুণ প্রজন্ম জেগে উঠেছে, তারা পরিবর্তন ও ন্যায়বিচার চায়। বিএনপি সেই পরিবর্তনের বাহক। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর চুয়াডাঙ্গা, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ নিশ্চয়ই গড়ে উঠবে।’


    এসময় শরীফুজ্জামানের সাথে ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সহসভাপতি সেকেন্দার আলী, যুগ্ম সসম্পাদক  মহাবুল মাস্টার, সাংগাঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু ও যুগ্ম আসিফ আল-নূর তামিম।
আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়ুব মুন্সি, সাধারণ সম্পাদক আরজান আলী, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আলিমুম্মিদ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নান্নু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহসভাপতি খন্দকার আরিফ, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, পৌর যুবদলের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স
notebook

যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর