বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৫ ইং
ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক

ঝিনাইদহে অস্ত্রসহ আতাউল মণ্ডল নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার ভোররাতে সদর উপজেলার বামনাইল গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। আটক আতাউল মণ্ডল কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে। তিনি স্থানীয় জামাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটকের সময় আতাউলের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় নাশকতা মামলায় গ্রেপ্তার ৩