রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জিয়া সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২৫ ইং
ঝিনাইদহে জিয়া সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

ঝিনাইদহ জিয়া সংসদের ৬১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এই কমিটিতে মোজাম্মেল হককে সভাপতি, জহির রায়হানকে সাধারণ সম্পাদক এবং আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি অনুমোদনের পর জিয়া সংসদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ‘আমরা গত ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং গুলিবিদ্ধসহ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করছি।’


বিবৃতিতে আরও জানানো হয়, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও সংবাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই নবগঠিত ঝিনাইদহ জেলা জিয়া সংসদের নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।


সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শহিদ জিয়ার গৃহীত কালজয়ী পদক্ষেপ ও নীতিসমূহ নব প্রজন্মের মাঝে তুলে ধরতে আমরা গবেষণাধর্মী কার্যক্রম ও প্রচারণা চালিয়ে যাব। সংগঠনের প্রচার-প্রসার ও সাংগঠনিক গতিশীলতায় গণমাধ্যমসহ সকল মহলের সহযোগিতা কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং আগামীতেও জিয়া সংসদের কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কাবিল উদ্দিনের ইন্তেকাল