বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খুলনা বিভাগ থেকে প্রথম বিজিএমইএ সভাপতি বাবু খানকে ঘিরে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশ

দল, সংগঠন ও পেশাজীবী মহলে অভিনন্দন-শুভেচ্ছার জোয়ার
  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২৫ ইং
খুলনা বিভাগ থেকে প্রথম বিজিএমইএ সভাপতি বাবু খানকে ঘিরে চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশ

চুয়াডাঙ্গার কৃতী সন্তান, কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু খুলনা বিভাগের মধ্যে প্রথম ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন সংগঠনের ভালোবাসায় সিক্ত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার থ্রি-স্টার মানের হোটেল সাহিদ প্যালেসের লবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য মাহমুদ হাসান খান বাবুকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের সদস্য কামাল উদ্দিন জোয়ার্দ্দার, মফিজুর রহমান জোয়ার্দ্দার, মেহেরাব্বিান সানভি, ইসলাম রকিব, জামান আকতার, আলমগীর কবীর শিপলু, হুসাইন মালিক, রুহুল আমিন রতন, মাহফুজ মামুন, পলাশ উদ্দিন, শামসুজ্জোহা রানা প্রমুখ।


এদিকে, চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের রজব আলী সুপার মর্কেটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা  ফোরামের সদস্যসচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলালের সঞ্চালনা করেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, অ্যাড. মারুফ সারোয়ার বাবু (পিপি). অ্যাড. আব্দুল খালেক (জিপি), জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, ফোরামের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন মঈনুল, সদস্য সিরাজুল ইসলাম (১), আব্দুল্লাহ আল মামুন, মো. বদিউজ্জামান, রুবিনা পারভীন, এসএনএ হাশেমী ও আসাদুজ্জামান মিল্টন উপস্থিত ছিলেন। 


অপরদিকে, কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় দামুড়হুদা উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন হাসিনা মার্কেটর সামনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা উপজেলা মহিলা দল, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি, হাউলী ইউনিয়ন বিএনপি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপি, নতিপোতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত বিজিএমইএর সভাপতিকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন।


প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, বিজিএমইএর ভোটে দুটি প্যানেল অংশগ্রহণ করেছিলাম। আমার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন আমারই সিনিয়র নেতা। তারপরও আমার জনপ্রিয়তা থাকার কারণে আমি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তৃণমূল নেতা-কর্মীদের সাথে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে হবে। কারো উপকার করতে না পারো ক্ষতি করা যাবে না।


অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সহসভাপতি সলেমান মল্লিক, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব, মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন প্রমুখ।


এদিকে, বিএনপির উপ-কোষাধ্যক্ষ, জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সামতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহমুদ হাসান খান বাবু বলেন, বিজিএমইএ নির্বাচনের সময় ঢাকায় আমাকে পাশে থেকে সহযোগিতা করেছে ৭টি কলেজের ছাত্র-নেতাসহ জেলা সকল পর্যায়ের নেতা-কর্মী। আমি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার নেতা তারেক রহমান আমাকে ভার্চুয়ালি অভিনন্দন জানিয়েছেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কাজ করার একটি জায়গা পেয়েছি। আমি চেষ্টা করব, দেশের জন্য শিল্পপ্রতিষ্ঠানকে সমৃদ্ধি ও উন্নয়ন করার জন্য। আমি শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই। এছাড়া রাজনীতি করতে গিয়ে আমি চাইবো আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। আমি কাজ করার জায়গা পেয়েছি। আমি যতটুকু ভালো করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে দেশত্ববোধ নিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি তার জন্য দোয়া করবেন।’


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ মন্ডল, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও সাংবাদিক আর কে লিটন। অনুষ্ঠান পরিচালনা করে সাংবাদিক কামুজ্জামান। অপর দিকে, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে দল, ব্যক্তি ও সংগঠনের পক্ষে থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গত রোববার সন্ধ্যায় বাবু খান জীবননগর উপজেলার আন্দুলবাড়ীর নিজ বাসভবনে আসলে রোববার রাত থেকে পর্যায়ক্রমে গত সোমবার দুপুর পর্যন্ত তাঁকে শুভেচ্ছা জানানো হয়।


এর মধ্যে প্রথমে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে জীবননগর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর জীবননগ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট থেকে শুভেচ্ছা জানানো হয়। অপর দিকে, দামুড়হুদা উপজেলা, ইউনিয়ন ও দর্শনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বাবু খানকে শুভেচ্ছা জানান। এছাড়া জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিকের নেতৃত্বে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি বাবু খানকে শুভেচ্ছা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল