মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কারাতে সেমিনার শেষে বেল্ট প্রদান

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
ঝিনাইদহে কারাতে সেমিনার শেষে বেল্ট প্রদান

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, আত্মবিশ্বাস এবং সুস্থতা বৃদ্ধিতে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে এ সেমিনারের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী (অফিসার) রাজিয়া আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, পরিচালক কাজী আলী আহমেদ লিকু এবং প্রশিক্ষক নাসিমা আক্তার জুই। সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে ৩৬ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হলে তরুণ প্রজন্ম আত্মরক্ষা ও শারীরিক সুস্থতার বিষয়ে আরও সচেতন হয়ে উঠবে। বিশেষ করে নারীরা আত্মরক্ষার কৌশল শিখে সহিংসতা প্রতিরোধে সক্ষম হবে। 



কমেন্ট বক্স
notebook

পরীক্ষায় অনুপস্থিতদেরও উত্তীর্ণের অভিযোগ, সমালোচনার ঝড়