চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর এলাকার সাতগাড়ি মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেসার্স চুয়াডাঙ্গা ভ্যানিলা ফুড নামের একটি বিস্কুট তৈরির কারখানায় মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটি যথাযথভাবে অনুমোদিত কেমিস্ট নিয়োগ না করেই ব্যবসা পরিচালনা করছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শহরের রাহেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশে অবস্থিত মেসার্স দীপক মশলার মিলে ভাঙ্গানো শুকনো মরিচ সরাসরি মেঝেতে সিমেন্ট ও বালির সাথে পাওয়া যায়। এতে খাদ্যদ্রব্য দূষণের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠান মালিকের থেকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।’ অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম।