ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে বিজয় দিবসের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- আপলোড তারিখঃ ১৬-১২-২০২২ ইং
ঝিনাইদহ অফিস: ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপ-পরিচালক মো. আাব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান খোকা, পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব ও ঝিনাইদহ ইমাম সমিতি সভাপতি হযরত মাওলানা হাফেজ মুহাম্মদুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
কমেন্ট বক্স