শুক্রবার, ১৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২২ ইং
শৈলকুপায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নৌকা মার্কার প্রার্থীর লোকজন এই হামলার নেতৃত্ব দেন বলে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শৈলকুপার শেখরা বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের চেয়ার-টেবিল ও প্রচার মাইক ভাঙচুর করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মফিজুল ইসলামের সমর্থকরা শেখরা বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের শতাধিক চেয়ার ও কয়েকটি টেবিল ভাঙচুর করে। এসময় তাঁর কয়েকজন সমর্থক আহত হন বলে তিনি জানান।

এদিকে, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম অভিযোগ খণ্ডন করে বলেন, তাঁর কোনো সমর্থক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা চালায়নি। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মহসিন হোসেন গতকাল শুক্রবার বিকেলে জানান, ওই ইউনিয়নে বহিরাগতদের আনাগোনার কারণে পরিবেশ অশান্ত হয়ে উঠছে। শেখরা বাজারে একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে বলে জানান।



কমেন্ট বক্স
notebook

বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা