চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান
- আপলোড তারিখঃ ২২-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গার পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরের জ্বীনতলাপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে মান্নান সরদার (৪৩) এবং সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের স্কুলপাড়ার মৃত হোসেন আলীর ছেলে ইলিয়াস হোসেন (৪৫)। আটককৃতদের মধ্যে মান্নান সরদারকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ডসহ জরিমানা করা হয় এবং ইলিয়াস হোসেনকে নিয়মিত মামলাসহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে মান্নান সরদারকে আটক করেন এবং তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী ইলিয়াস হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৮ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। আটককৃত ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স